ফের মোদী জয় বিশ্বকে কী বার্তা দেবে?

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে৷ আর তা হলে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলা অর্থনীতির দেশটির ৭৩ বছর বয়সি এই হিন্দু জাতীয়তাবাদী নেতার সঙ্গেই আরো পাঁচ বছর কাজ করতে হতে পারে পশ্চিমা বিশ্বের৷

যদিও বুথফেরত জরিপের সঙ্গে প্রকৃত ফলাফলের ব্যাপক ব্যবধান ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে৷ কারণ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারো ভূমিধস জয় পাওয়ার যে গুঞ্জন উঠেছিল, বাস্তবতা তেমন নয় বলছে প্রাথমিক ফলাফল৷ তার দল বিজেপি নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে এগিয়ে থাকলেও গতবারের তুলনায় তা কমবে বলে ধারণা করা হচ্ছে৷

জানা গেছে, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি আসনে এগিয়ে। বিরোধী ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে। পরপর দুইটি লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করার পর কংগ্রেস এবার শতাধিক আসনে এগিয়ে আছে। আরও বিজেপি গতবারের তুলনায় অর্ধ শতাধিক আসনে পিছিয়ে আছে।

এদিকে মোদীর নেতৃত্বে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য জোর তদবির চালিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ তাকে মনে করেছেন চীনের বিপরীতে এক গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে৷ অধিকারকর্মীরা অবশ্য মোদীর শাসনের মধ্যে কর্তৃত্ববাদ দেখতে পাচ্ছেন, যার সমালোচনাও কম নয়৷

নরেন্দ্র মোদী একইসঙ্গে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন৷ ওয়াশিংটনের কাছ থেকে সর্বাধুনিক ড্রোন কিনছেন তিনি, ফ্রান্স থেকে যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার পথে রয়েছেন৷ আবার রাশিয়ার ইউক্রেন হামলার নিন্দায় তাকে বিশেষ সরব হতে দেখা যায়নি৷ উল্টো জাতিসংঘে ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিতে দেখা গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটিকে৷

চীনের সঙ্গে ভারতের বিরোধ থাকলেও ব্রিকস জোটে রয়েছে দেশ দুটো৷ এই জোটকে শক্তিশালী করার উদ্যোগেও রয়েছেন মোদী৷ অন্যদিকে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বৈরিতা নিরসনে তাকে সাম্প্রতিক সময়ে বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি৷ ২০১৫ সালে অবশ্য একবার দেশটি সফর করেছিলেন তিনি৷ সূত্র: ডিডাব্লিউ, এনডিটিভি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.