পুঁজিবাজারে পয়েন্ট কমে ক্ষতিগ্রস্ত আদানি

ভারতে লোকসভা নির্বাচন

সদ্যসমাপ্ত ভারতে লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যগুলোতে চলছে হিসেব নিকেষ৷ একদিকে বিজেপি ও এনডিএ জোট এবং অন্যদিকে কংগ্রেসসহ অন্য বেশ কয়েকটি দলের জোট ইন্ডিয়া৷

এদিকে ভোটগণনা শুরু হওয়ার তিনঘণ্টা পর বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ ২৯৭টি আসনে এগিয়ে। বিরোধী ইন্ডিয়া জোট ২২৫টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে। পরপর দুইটি লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করার পর কংগ্রেস এবার ৯৪টি আসনে এগিয়ে আছে। বিজেপি এককভাবে ২৪১টি আসনে এগিয়ে। তবে তারা গতবারের তুলনায় ৬২টি আসনে পিছিয়ে আছে।

যদিও গতকাল দেশটির বেশিরভাগ এক্সিট পোলের ফলাফল অনুযায়ী মোদীর তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার আভাসে ভারতের শেয়ার বাজারের সূচকের রেকর্ড উত্থান হয়েছিল৷ বেড়েছিল রুপির দরও৷

দেখা গেছে, সোমবার ভারতের পুঁজিবাজারের বিএসই সূচক তিন দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৭৬ হাজার ৭৩৮.৮৯ এ পৌঁছেছে, যা এ যাবতকালের সর্বোচ্চ৷ অন্যদিকে ২০২১ সালের এক ফেব্রুয়ারির পর একদিনে নিফটি ৫০ সূচকের রেকর্ড উল্লম্ফন হয়েছে৷

বাজার বিশ্লেষক সুনিল শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নীতির ধারাবাহিকতা থাকলে সামনের দিনে বাজার কী হবে তার ধারণা করা যায়৷ এক্সিট পোলের ফলাফলের ভিত্তিতে সেনসেক্সের সূচক আজ (সোমবার) ২০০০ পয়েন্ট বেড়েছে৷’

মজার ব্যাপার হচ্ছে, গতকাল বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর ভারতের পুঁজিবাজারে সূচক প্রায় ২ হাজার ৩০০ বেড়েছিল। আজ সকালে ফল ঘোষণা শুরুর পর এই বাজার প্রায় ৩ হাজার সূচক পড়ে গেছে।

এদিকে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এনডিএ গতবারে জেতা ৫৫টি আসনে পিছিয়ে আছে। আর বিরোধী ইন্ডিয়া জোট এমন ৮৩টি আসনে এগিয়ে আছে, যা তারা গতবার হেরেছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি মাত্র নয়টি আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। কংগ্রেস দুইটি আসনে এগিয়ে আছে। বামেরা কোনো আসনে এগিয়ে নেই। দার্জিলিং, রায়গঞ্জে বিজেপি এগিয়ে। পিছিয়ে আছেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কৃষ্ণনগরে এগিয়ে আছেন মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবারে বিপুল ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশে এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে প্রবল লড়াই হচ্ছে। সেখানে ইন্ডিয়া জোট ৪২টি ও এনডিএ ৩৭টিতে এগিয়ে আছে। যোগী আদিত্যনাথের রাজ্যের প্রাথমিক এগিয়ে পিছিয়ে থাকার প্রবণতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার। আমেঠি থেকে স্মৃতি ইরানি পিছিয়ে আছেন। তবে লখনউ থেকে রাজনাথ সিং এগিয়ে আছেন। বিহারে এনডিএ ৩২ ও ইন্ডিয়া আটটি আসনে, গুজরাটে বিজেপি ২৫ ও ইন্ডিয়া একটি আসনে, মহারাষ্ট্রে এনডিএ ২৫ ও ইউপিএ ১৮ আসনে, রাজস্থানে বিজেপি ১৩ ও ইন্ডিয়া ১০টি আসনে এগিয়ে আছে।

ওড়িশায় বিজেপি ২০ ও বিজেডি একটিমাত্র আসনে এগিয়ে। বিধানসভা নির্বাচনেও বিজেপি এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী নবান পট্টনায়েক পিছিয়ে আছেন। অন্ধ্রপ্রদেশেও বিজেপি ও চন্দ্রবাবু নাইডুর জোট বিধানসভায় অনেকটাই এগিয়ে আছে। রাহুল গান্ধী দুইটি আসনেই এগিয়ে, পিছিয়ে আছেন বিজেপি নেত্রী মেনকা গান্ধী।

এদিকে আজ দেশটির পুঁজিবাজারে লেনদেন শুরুর কিছুক্ষণের মাঝেই সেনসেক্স ২ হাজার পয়েন্টে কমে যায়। এরপর সময়ের সাথে সাথে সূচক পতন বাড়তে থাকে। সোয়া ১১টা নাগাদ সূচকটি ৭৩ হাজারের নিচে নেমে আসে। সূচক কমে যায় প্রায় ৩ হাজার ৮০০ পয়েন্ট বা সাড়ে ৪ শতাংশ। তবে পরবর্তী সময়ে সূচক কিছুটা পুনরুদ্ধার হয়। এদিন পতনের মুখে পড়েছে নিফটিও। এ সূচকটি এখন পর্যন্ত কমেছে প্রায় ১ হাজার ১২৯ পয়েন্ট। এর ফলে নিফটি নেমেছে ২২ হাজার ৯৫ পয়েন্টে। সেনসেক্স এবং নিফটি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। এদের ওঠাপড়ার উপর নির্ভর করে পুঁজিবাজার এবং শেয়ারদর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি পোর্টস। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এএনআই

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.