দরপতনের শীর্ষে সোনালী পেপার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩ জুন) সোনালী পেপারের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৯ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯৪ শতাংশ। আর ১৬ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৯১ শতাংশ কমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট মিলস, ফার্মা এইডস, খান ব্রাদার্স , জুট স্পিনার্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.