ছোট দলের কাছে হারের ঝুঁকি বেশি বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে ঘটাবে অঘটন? জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপকে এ প্রশ্নটা করা হয়েছিল। সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ পেসার অবশ্য অঘটন শব্দটা পছন্দ করেন না। আর খেলাটা যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে এখন আর অঘটন বলা যাবে না।

বিশপকে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাব্য একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।

টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফের সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের ফেরা দলটিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশপ। আর ফেবারিট? এ ক্ষেত্রে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই বিশপের প্রথম পছন্দ। সেটা মূলত ক্যারিবীয়দের লম্বা ব্যাটিং লাইন আপের কারণে। ভারতকেও বাদ দেননি তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.