ভারতের লোকসভা নির্বাচনে এবারও ক্ষমতার পালাবদল হচ্ছে না। টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন সংস্থা পরিচালিত বুথফেরত জরিপ এ কথাই বলছে। জরিপ অনুসারে, বিজেপি ও তার নেতৃত্বাধীন এনডিএ জোট সর্বনিম্ন ৩৫৩ থেকে সর্বোচ্চ ৪০১টি আসনে জয়ী হতে পারে। দেশটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ২৭৩টি আসন।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অবশ্য এসব জরিপরে ফলাফলকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিজেপির মাধ্যমে প্রণোদিত হয়ে এসব জরিপ করা হয়েছে। বাস্তবতা একেবারেই ভিন্ন। দেশের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আর সে রায় অনুসারে, ইন্ডিয়া সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
শনিবার (১ জুন) লোকসভার সাত পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বুথফেরত জরিপের (Exit Poll) ফলাফল প্রকাশে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা ছিল। সন্ধ্যায় এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন সংস্থার জরিপের ফলাফল প্রকাশ হতে থাকে।
নির্বাচনের কয়েক মাস আগে থেকেই মনে করা হচ্ছিল, নরেন্দ্র মোদির বিজেপি ও তার জোট ব্যাপক ব্যবধানে জয়ী হয়ে পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার গঠন করবে। তবে প্রথম দুই পর্বের ভোটগ্রহণে ভোটারের উপস্থিতি একেবারে কম থাকায় সেটিকে ক্ষমতাসীনদের প্রতি ভোটারদের উপেক্ষা মনে করা হয়। তাতে বিরোধী দলগুলো আরও উজ্জীবিত হয়ে মাঠে নামে। গণমাধ্যমের প্রচার-প্রচারণায়ও তাদের গুরুত্ব বেড়ে যায়। মনে হতে থাকে, হাওয়া অন্যদিকে মোড় নিয়েছে। ভোটগ্রহণের মাঝামাঝি পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রীতিনীতি, ভব্যতাকে উপেক্ষা করে দেশটির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠি মুসলমানদের বিরুদ্ধে ন্যাক্কারজনক বক্তব্য দেওয়া শুরু করলে এবং কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমতোষণের অভিযোগ শানাতে থাকলে সবাই মনে করতে শুরু করেন, নির্বাচনের ফলাফল নিয়ে আস্থাহীনতা শুরু হয়েছে ক্ষমতাসীনদের মধ্যে। তাই তারা হিন্দু-মুসলমান বিভাজনকে আরও উসকে দিয়ে নির্বাচনী লড়াইয় ফিরে আসার চেষ্টা করছেন। বিরোধী দলগুলো দাবি করতে থাকে, গত ১০ বছরের শাসনে দেশটিতে বৈষম্য প্রবলভাবে বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি, দেশজুড়ে বেকারের সংখ্যা বাড়তে থাকা, সীমাহীন দুর্নীতি ইত্যাদি কারণে ভোটাররা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তবে ভোট শেষে প্রকাশিত জরিপের ফলাফলগুলো ভিন্ন চিত্র দিচ্ছে।
| জরীপকারী সংস্থা | বিজেপি (এনডিএ) | কংগ্রেস (ইন্ডিয়া) | অন্যান্য |
| ইন্ডিয়া টুডে | ৩৬১-৪০১ | ১৩১-১৬৬ | ০৮-২০ |
|
পোল অব পোলস |
৩৬১ | ১৪৫ | ৩৭ |
|
মার্টিজ |
৩৫৩-৩৬৮ | ১১৮-১৩৩ |
৪৩-৪৮ |
|
পিএমআরকিউ |
৩৫৯ | ১৫৪ |
৩০ |
|
জান কি বাত |
৩৬২-৩৯২ | ১৪১-১৬১ |
১০-২০ |
|
ডি ডাইনামিকস |
৩৭১ | ১২৫ |
৪৭ |
| এবিপি-সিভোটার | ৩৫৩-৩৮৩ | ১৫২-১৮২ | ০৪-১২ |



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.