ওআইসির বিশেষ অধিবেশন ডাকার আহ্বান ইরানের

রাফায় ইসরাইলি গণহত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমদ আত্তাফের সাথে টেলিফোন আলাপের সময় আমি গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। গাজা ও রাফাহ শহরে ইজরাইল যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়।

আলী বাকেরি কানি বলেন, চলমান পরিস্থিতিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। এছাড়া আলজেরিয়া গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে প্রস্তাব উত্থাপন করেছে তাকে স্বাগত জানাই।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, ইসরাইলি আগ্রাসনে গাজার ১৭ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.