বাইডেনের যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাল হামাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার যেকোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায়।

জো বাইডেনের বক্তব্য প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন আমরা তাকে ইতিবাচক বলে বিবেচনা করছি।

এতে আরও বলা হয়েছে, আমেরিকার এই অবস্থান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গণে গাজা যুদ্ধ বন্ধ করার যে জোরালো দাবি উঠেছে তা সম্ভব হয়েছে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ শক্তির অবিচল অবস্থান ও অটল সংগ্রামের ফল হিসেবে। ইসরাইল তার প্রতিশ্রুতিতে অটল থাকলে এ সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হবে বলে হামাস জানিয়েছে।

ইসরাইল প্রায় আট মাস ধরে গাজা উপত্যকার ওপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা ও উপত্যকাকে ধ্বংসস্তুপে পরিণত করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

পর্যবেক্ষকরা মনে করছেন, গাজা যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে। কারণ, প্রায় দুই দশক ধরে অবরুদ্ধ একটি উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদেরকে ধ্বংস করা বা আত্মসমর্পণে বাধ্য করা ছাড়াই এ যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে তেল আবিব। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.