এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন মিজানুর রহমান

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমান।

গত (২৯ মে) কোম্পানির ১৭তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মোঃ শাহ্ জামাল হাওলাদারকে নিয়োগের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের কাছে অনুমতি চেয়ে মেয়াদ পূর্তির ২০ দিন পূর্বে চিঠি প্রেরণ করা হয়। অনুমোদনে বিলম্ব হওয়ার কারণে সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি সাময়িকভাবে শূন্য হয়েছে।

১৭তম পরিচালনা পর্ষদ সভায় পুনরায় তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মোঃ শাহ্ জামাল হাওলাদার নিয়োগ প্রদানে বোর্ড একমত পোষণ করেন। কোনো প্রকার আইনি ব্যত্যয় যাতে না ঘটে সে কারণে কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এনআরবি ইসলামিক লাইফের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের (ভাচুর্য়াল) সভাপতিত্বে অনুষ্ঠিত উপরোক্ত বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক আফতাব আহমেদ, পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, পরিচালক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, পরিচালক বি এম ইউসুফ আলী, পরিচালক আরিফ সিকদার, পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক শহীদ-ই-শিরিন শারমিন (ভাচুর্য়াল), পরিচালক ফৌজিয়া ইয়াছমিন (ভাচুর্য়াল), পরিচালক মোস্তফা হেলাল কবির, পরিচালক মোঃ নুরুল আজিম রিফাত (ভাচুর্য়াল)।

এ ছাড়াও পর্ষদের নির্দেশে কোম্পানির কনসালটেন্ট মোঃ মিজানুর রহমান ও সাচিবিক সহায়তার জন্য কোম্পানির সচিব সৈয়দ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.