৩ দিনের পর্যটন মেলা শুরু

চট্রগ্রামে পর্যটনের অনেক সম্ভবনা থাকা সত্বেও অধ্যবধি একে পুরোপুরিভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। চট্রগ্রামকে একটি আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান জানান চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করীম চৌধুরী।

তিনি আজ চট্রগ্রাম পেনিনসসুলা হোটেলে ১৪তম আন্তর্জাতিক পর্যটন মেলা- ”চিটাগং ট্রাভেল মার্ট ২০২৪” উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস, শ্রীলংকান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সুজিওয়া রদ্রিগো, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বক্তব্য রাখেন।

চট্রগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার ১৪তম আসরটির আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর। মেলার অন্যতম স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী buytickets.com এবং এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এবারের আসরে, দেশ বিদেশের ২৬টি প্রতিষ্ঠান তাদের পন্য ও সেবা প্রদর্শন করছে। এগুলোর মধ্যে রয়েছে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল এবং রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। অংশগ্রহণকারীরা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করছে।

চিটাগং ট্রাভেল মার্ট আগামী ১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে। তবে, যেসকল দর্শনার্থী আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য প্রতিদিন র‌্যাফেল ড্র’র আয়োজন করা হবে। পুরস্কার হিসেবে থাকছে বিভিন্ন গন্তব্যে রিটার্ণ এয়ার টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.