অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি চেকপয়েন্টে গাড়ি-চাপার ঘটনায় ইসরাইলের দুই সেনা নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এই গাড়ি চাপার ঘটনা ঘটে। ইসরাইলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরাইল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে।
গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস গাড়ি চাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে। হামাস বলেছে, ইসরাইলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়িচাপার ঘটনা।
অধিকৃত ফিলিস্তিন জুড়ে ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ পরিচালনা করে। এরপর অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইল-বিরোধী লড়াই জোরদার হয়েছে। এ ছাড়া, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.