হামাসের ফাঁদে পড়ে আরও ৩ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের পাতা ফাঁদে পড়ে ইসরাইলের আরও তিন সেনা নিহত হয়েছে। রাফা শহরে আগ্রাসন চালাতে গিয়ে এসব সেনা একটি ভবনে আটকা পড়ে এবং সেখানে তারা নিহত হয়।

অবৈধ ইসরাইলের দখলদার সরকার এই তিন সেনা নিহতের কথা স্বীকার করেছে। নিহতরা হচ্ছে- স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলাভ, স্টাফ সার্জেন্ট ইউরি বার অর এবং স্টাফ সার্জেন্ট ইদো আপেল। তাদের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে।

নিহত তিন সেনাই ইসরাইলের নাহল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এই তিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় ইসরাইলের সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯১-এ।

তিন সেনার মৃত্যুর ব্যাপারে ইসরাইলি সেনারা বলেছে , একটি ভবনের ভেতরে ফাঁদ পেতে তাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে হত্যার আগে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় ৫০তম ব্যাটালিয়নের এক অফিসার এবং দুইজন সৈনিক মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরেক অফিসার মাঝারি পর্যায়ের আহত হয়।

এদিকে, গতকাল উত্তর গাজায় প্রচণ্ড যুদ্ধের মধ্যে ইসরাইলের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের একজন সেনা অফিসার এবং একজন সৈনিক মারাত্মকভাবে আহত হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ গাজায় ইসরাইলের এলিট ইয়াহালোম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের এক সৈনিক মারাত্মকভাবে এবং তিনজন হালকা আহত হয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে উত্তর গজায় প্রচণ্ড যুদ্ধের সময় মাল্টি ডোমেইন ইউনিটের এক সেনা মারাত্মকভাবে আহত হয়। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.