এমিরেটস-ভিভা এরোবাস ইন্টারলাইন চুক্তি

এমিরেটস এবং মেক্সিকোর ভিভা এরোবাস সম্প্রতি একটি ইন্টারলাইন পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এমিরেটস যাত্রীরা মেক্সিকো সিটি থেকে দেশটির অভ্যন্তরীণ ২১টি গন্তব্যে উভয় এয়ারলাইনেই একক টিকেট ও একক ব্যাগেজ নীতির সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়াও যাত্রীরা মেক্সিকোর ৬টি গন্তব্য ও আমেরিকার জনপ্রিয় কিছু নগরীর মধ্যে ভ্রমনের জন্য সুবিধাজনক ২০টি রুট পাবেন। আমেরিকার গন্তব্যগুলোর মধ্যে রয়েছে শিকাগো, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, অরল্যান্ডো ও মায়ামি। মেক্সিকো সিটি থেকে শিকাগো, হিউস্টন, লস এঞ্জেলেস, লাস ভেগাস, নিউইয়র্ক জেএফকে অথবা সান এন্টিনিও সরাসরি ফ্লাইট রয়েছে।

২০১৯ সাল থেকে এমিরেটস মেক্সিকো সিটিতে চলাচল করছে। বর্তমানে এয়ারলাইনটি ভায়া বার্সেলোনা এই গন্তব্যটিতে দৈনিক ফ্লাইট সুবিধা দিচ্ছে।

ভিভা এরোবাস মেক্সিকোর একটি শীর্ষস্থানীয় আধুনিক বিমান সংস্থা যার বহরে ৮৩টি এয়ারবাস এ-৩২০ ও ৩২১ উড়োজাহাজ রয়েছে এবং এগুলোর গড় বয়স ৫.৪৫ বছর।

বর্তমানে এমিরেটসের বাণিজ্যিক সহযোগিতা চুক্তির সংখ্যা ১৬১টি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ইন্টারলাইন, কোডশেয়ার এবং ইন্টারমোডাল পার্টনারশিপ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.