হেড কোচ নিয়োগে তাড়াহুড়ো করছে না বিসিসিআই

ভারতের কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রে আরও সময় নিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের হেড কোচ হওয়ার জন্য আবেদন করার দিন শেষ ছিল গতকাল। কিন্তু সেই দিন পার হওয়ার পরও হেড কোচ নিয়ে এখনও মুখ খোলেনি বিসিসিআই।

শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরকে ভারতের হেড কোচ করা হতে পারে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো এই মেন্টর এখন ভারতের হেড কোচ হওয়া নিয়ে কিছুই বলেননি।

তিনি ভারতের হেড কোচ হবেন কিনা সেটা নিয়েও জানে না বিসিসিআই। কেননা জোর গুঞ্জন আছে, শিরোপা জয়ের পর কলকাতার সঙ্গে থেকেও যেতে পারেন গম্ভীর। আদতে তিনি আবেদন করেছেন কি না, সেটাও জানায়নি বিসিসিআই।

সবমিলিয়ে সময় নিচ্ছে বিসিসিআই। সংস্থাটির একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, ‘ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করার দিন শেষ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও কিছু দিন সময় নিতে চাইবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটু ভাবতে চাইবে। দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। তার পর শ্রীলঙ্কা এবং জ়িম্বাবুয়ে সিরিজ়ে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচেরা যাবেন দলের সঙ্গে। তাই কোনও তাড়া নেই।’

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে হেড কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণকে পছন্দ বিসিসিআইয়ের। তাকেই রাজি করানোর চেষ্টা চলছে। কেননা ভারতের হেড কোচ হতে হলে দশ মাস জাতীয় দলের সঙ্গে কাজ করতে হবে, এই শর্তে রাজি নন লক্ষ্মণ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.