আগ্রাসন বন্ধ না করলে বন্দিরা লাশ হয়ে ফিরবে: হামাস

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরাইলি বন্দি রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে। এসব বন্দী ইসরাইলি আগ্রাসনেই মারা যাবে এবং তারা কখনই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেন।

লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা ওসামা হামদান। তিনি বলেন, যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবে, তাদের বন্দীরা ততই ইসরাইলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবে।

ওসামা হামদান বলেন, যুদ্ধ বন্ধে বিলম্ব হওয়া এবং অবিরাম বিমান হামলার অর্থ হলো তাদের বন্দীরা আর কখনো জীবিত ফিরে নাও আসতে পারে এবং সম্ভবত তারা কখনই ফিরে আসবে না। যুদ্ধ বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি ছাড়া গাজা উপত্যকায় আটক ইসরাইলিদের মুক্তি মিলবে না।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযান পরিচালনার সময় ২৫০ জনকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যায়। নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধ বিরতির সময় ১০৫ জনকে মুক্তি দিয়েছিল হামাস। বাকি বন্দীরা গাজায় রয়ে গেছে। তবে চলতি মাসের প্রথম দিকে হামাসের পলিটব্যুরোর উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, তাদের হাতে থাকা বন্দীদের শতকরা ৭০ ভাগ ইসরাইলি বোমা বর্ষণে নিহত হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.