ব্যাটে-বলে সেরা ফর্মে নেই শাদাব খান। পাকিস্তান দলে তার জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও বাজে ফর্ম কাটিয়ে উঠতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে হেরেছে পাকিস্তান।
সেই ম্যাচে ৪ ওভারেই ৫৫ রান খরচা করলেও কোনো উইকেট নিতে পারেননি তিনি। এর আগে আয়ারল্যান্ড সিরিজে একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার। সেই ম্যাচে ৫৫ রান খরচ করলেও কোনো উইকেট পাননি শাদাব। সব মিলিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই স্পিনারের।
শাদাবের এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়াচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই মধ্যে শাদাবের সঙ্গে তার কথা হয়েছে। এই স্পিন বোলিং অলরাউন্ডারকে জিজ্ঞেস করেছিলেন তাকে কে কোচিং করাচ্ছেন। তারা কী ভুল ধরতে পারছেন না?
আফ্রিদি বলেছেন, ‘আমি শুধু চাই শাদাব বল হাতে পারফরম্যান্স করুক। যখন সে বল হাতে পারফর্ম করে পাকিস্তান জেতে। আমি অতীতে তার সব ম্যাচ দেখেছি। গতকালও আমাদের কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি কে তাকে কোচিং করায় অথবা এমন কিছু কী আছে সে করছে না। তুমি কীভাবে এমন ভুল করছ যে কেউ ধরিয়ে দিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমি গতকাল তার সঙ্গে কথা বলেছি কারণ সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি সাহায্য করার এবং ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে যারা কঠিন সময় কাটাচ্ছে। একই ভাবে আমি শাদাবের সঙ্গে কথা বলেছি কি ভুল করছে সে এবং আমি আশা করি সে অনুশীলনে ভুলত্রুটি সুধরে নেবে। আপনি এর পার্থক্য দেখতে পাবেন।’
পাকিস্তান দলে একজন বিশেষজ্ঞ লেগ স্পিন কোচেরও শূন্যতা অনুভব করছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘দলে কী কোনো লেগ স্পিনার কোচ আছে? সাঈদ আজমল আছে কিন্তু সে তো অফ স্পিনার। আজমলের উচিত শাদাবকে নির্দেশনা দেয়া। কেন সে ভালো করতে পারছে না সেটা জিজ্ঞেস করা উচিত।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.