অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলের আরও দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার সরকার। ইসাইলের বর্বর বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
নিহত দুই সেনার নাম স্টাফ সার্জেন্ট বেতজালেল জিভি কোভাচ এবং স্টাফ সার্জেন্ট সাহার সুদায়ি। দুজনের বয়স ২০ ও ২২ বছর। এর মধ্যে বেতজালেল গত ২২ মে উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের হামলায় আহত হয়েছিল। ওই দিন হামাসের হামলায় ইসরাইলের আরো তিন সেনা নিহত হয়।
অন্যদিকে, সাহার সুদায়ি গতকাল উত্তর গাজায় নিহত হয়েছে। এ ছাড়া, গাজার দক্ষিণাঞ্চলে গতকাল আরেক রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়।
ইসরাইল বলছে, এই দুই সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে এ পর্যন্ত ২২৮ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে তাদের হামলায় ইসরাইলের আরো অনেক বেশি সেনা নিহত হয়েছে কিন্তু সে কথা দখলদার সরকার গোপন করছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.