রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ভারত সরকারকে লভ্যাংশ বাবদ দেবে ২ দশমিক ১ লাখ কোটি রুপি। ২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশটির সরকারকে এই অর্থ দিচ্ছে আরবিআই।
এর আগে ২০২২-২৩ অর্থবছরে ৮৭ হাজার ৪১৬ কোটি রুপি সরকারকে দিয়েছিলো রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআই।
২০২৪-২৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লভ্যাংশ বাবদ ১ দশমিক ০২ লক্ষ কোটি টাকা আদায় হবে বলে অনুমান করেছে।
সংকটকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আরবিআই লাভের ৬ শতাংশ অর্থ নিজেদের কাছে রাখতো। তবে সাম্প্রতি অনুষ্ঠিত আরবিআইয়ের পরিচালনা পর্ষদের ৬০৮ তম সভায় সেটি বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
বৈঠকে ভারত ছাড়াও বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এমনকি ভবিষ্যতের অর্থনৈতিক নানা ঝুঁকি নিয়েও আলোচনা হয়।
প্রতি বছরই আরবিআই তাদের উদ্বৃত্ত আয়ের একটা নির্দিষ্ট অংক কেন্দ্রীয় কোষাগারে জমা দেয়। বিভিন্ন বিনিয়োগ, জমা থাকা ডলারের বিনিময় দর ওঠানামার ফলে হওয়া আয় এবং টাকা ছাপানোর ফি বাবদ পাওয়া আয়ের থেকে কেন্দ্রকে লভ্যাংশ দেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর কারণে আরবিআই বিদেশি মুদ্রার সঞ্চয় থেকে বড় অংকের সুদ পেয়েছে। বিশাল অংকের লভ্যাংশ দিতে পারার এটি একটি অন্যতম কারণ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.