ক্যাশ ম্যানেজমেন্ট ও ডিজিটাল পেমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

বিআইবিএম'র সঙ্গে চুক্তি

ক্যাশ ম্যানেজমেন্ট ও ডিজিটাল পেমেন্ট সেবা দিতে যাচ্ছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

সম্প্রতি বিআইবিএম’র প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

বিআইবিএম মূলত ব্যাংকিং এবং ফাইন্যান্স সংক্রান্ত একটি জাতীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান। এই চুক্তির অধীনে, এমটিবি ক্যাশ
ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা প্রদান করবে।

বিআইবিএম’র মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান এবং এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ
মাহমুদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব ডিজিটাল ব্যাংকিং, খালিদ হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং, মোহাম্মদ আশিক ইকবাল খান এবং বিআইবিএম-এর অন্যান্য প্রতিনিধিরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.