অনলাইনে এমিরেটস টিকিট ক্রয়ে সর্বোচ্চ কোন সীমা থাকছে না

গ্রাহকদের জন্য অনলাইন পেমেন্টকে আরও সুবিধাজনক করেছে এমিরেটস এয়ারলাইন। বাংলাদেশে ইস্যুকৃত ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকায় ফ্লাইট টিকিট ক্রয় করার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তুলে নেয়া হয়েছে।

যে কোন স্থান থেকে, যে কোন সময় emirates.com সাইট গিয়ে অতি সহজে এবং নিরাপদভাবে এমিরেটসের টিকিট ক্রয় করা যাবে।

বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার জাবের মোহামেদ বলেন, “বুকিং থেকে শুরু করে প্রতিটি ধাপে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সুখকর করতে এমিরেটস অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। গত বছর বাংলাদেশে প্রথম এয়ারলাইন হিসাবে এমিরেটস টাকায় অনলাইন পেমেন্ট সুবিধা চালু করে। গ্রাহকদের চাহিদা ও পছন্দ বিবেচনা করে আমরা এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছি- স্থানীয়ভাবে ইস্যুকৃত ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকায় পেমেন্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ লেনদেন সীমা তুলে নেয়া হয়েছে। আমাদের সম্মানিত গ্রাহকরা এখন কোন ঝামেলো ছাড়াই টাকায় যে কোন মূল্যের ফ্লাইট টিকিট ক্রয় করার সুবিধা পাবেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজ করার সরকারির প্রচেষ্টার সঙ্গে সংহতিপূর্ণ”।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ নিয়ে বিশ্বের ১৪০টি অধিক গন্তব্যে ভ্রমন সুবিধা পাচ্ছেন। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যে ঢাকা থেকে ‘প্রথম শ্রেনী’ পরিষেবা অফার করছে।

বিস্তারিত তথ্য পেতে হলে গ্রাহকদের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এমিরেটস অফিসের সঙ্গে যোগাযোগ বা emirates.com/bd সাইটে ডিজিট করার জন্য বলা হয়েছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.