ইসরাইলি বন্দরে ফের ড্রোন হামলা

ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা ইসরাইলি অবস্থানে এই হামলা চালিয়েছে।

পিএমইউ’র এই দাবি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝেমধ্যেই তারা ইরাক থেকে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ছাড়া, ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.