মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মহানগর সার্বজনীন পুজা কমিটি

মহানগর সার্বজনীন পুজা কমিটি বীর মুক্তিযোদ্ধা, ৭৫’র প্রতিরোধ যোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত মানু মজুমদারের মরদেহের প্রতি শ্রদ্ধা জানায়।

শুক্রবার (২৪ মে) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।

নেত্রকোনার সাবেক সাংসদ মানু মজুমদার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ২২ মে মৃত্যুবরণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.