সেরা ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে পুরস্কার পেল যমুনা ব্যাংক

সাসটেইনেবল এবং দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলনের প্রতি ব্যাংকের অটল অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রীনটেক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো-২০২৪ আয়োজন করা হয়। এক্সপোতে যমুনা ব্যাংক পিএলসিকে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোঃ প্রশান্ত সমীর ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত মান্যবর এইচ. ই. একিম ট্রোসটার এবং সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত মান্যবর এইচ. ই. এলেক্স বার্গ ভন লিন্ডে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক, বিআইবিএম’র শিক্ষক, গ্রীনটেক ফাউন্ডেশন উপদেষ্টা খোন্দকার মোরশেদ মিল্লাত, মডারেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন। গ্রীনটেক ফাউন্ডেশনের সিইও ও নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রোগ্রামটির সমন্বয়ক ছিলেন।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.