‘বীর মুক্তিযোদ্ধ ‘ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই কার্ড বিতরণ করে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘এই কার্ড হারাবেন না। এটি আপনাদের বীরত্বের একটি স্মারক। হয়তো আপনি থাকবেন না। আপনার কার্ডটি থেকে যাবে।’
বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মুক্তিযোদ্ধার হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড তুলে দেন সিইসি।
মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংগ্রামের মাধ্যমেই একটি দেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে, তা বিশ্বের ইতিহাসে স্মরণীয়। মুক্তিযুদ্ধ বেঁচে থাকে। যে চেতনার মূল্যবোধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, তা ধারণ করেই নির্বাচনের মাধ্যমে আর্থিক উন্নয়নে বিশ্বের দরবারে যাতে দাঁড়াতে পারি। মুক্তিযুদ্ধের ঝান্ডা যেন প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয়।’
প্রায় দুই বছর পর আবারও বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই বিশেষ স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বিশেষ এই স্মার্ট কার্ডের চিপের নিচ দিয়ে লেখা থাকবে ‘বীর মুক্তিযোদ্ধা’। স্মার্ট এনআইডি কার্ডে তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।
কমিশনের সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.