ইরানের ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদের কার্যক্রম শুরু হওয়া প্রসঙ্গে বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলাম ভিত্তিক গণতন্ত্রের প্রকাশস্থল। ইসলামি মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে এই বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদটিও জনগণের মাধ্যমে নির্বাচিত। বিশেষজ্ঞ পরিষদের মানদণ্ডগুলো ইসলাম ভিত্তিক এবং জননির্বাচিত। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরিচয় বহনকারী সুস্পষ্ট নির্দশন।
খামেনেয়ী বলেন, ইসলামি ব্যবস্থায় মানুষদের মাধ্যমে দেশ পরিচালিত হলেও লক্ষ্যগুলো থাকে ঐশী। এই লক্ষ্যগুলো হলো মানুষের মধ্যে ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠা, পৃথিবীকে সমৃদ্ধ করা, সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং চূড়ান্তভাবে আল্লাহর নৈকট্য লাভের মর্যাদায় অধিষ্ঠিত করা।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের সচেতন বিবেকবানদের প্রতি আমাদের আহ্বান হলো, জুলুম-নির্যাতন, দুর্নীতি, স্ত্রী ও মা তথা নারীর মর্যাদাহানিসহ বিজাতীয় সমাজে বিদ্যমান নানা সমস্যাকে ধর্মীয় আধ্যাত্মিকতার আলোকে বিচার-বিশ্লেষণ করুন এবং ইসলামি শাসন ব্যবস্থা নিয়ে ভাবুন।
আয়াতুল্লাহ খামেনেয়ী গাজায় অব্যাহত গণহত্যা প্রসঙ্গে বলেন, ইহুদিবাদীদের মাধ্যমে গাজায় সংঘটিত গণহত্যা এবং এই রক্তপিপাসু নেকড়ের প্রতি তথাকথিত লিবারেল ডেমোক্রেটিক সরকারগুলো সমর্থনের ঘটনাবলী বিবেকবানদের সামনে পশ্চিমা স্বাধীনতা ও মানবাধিকারের প্রকৃত অর্থ ও চেহারা উন্মোচন করেছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে তাঁর উচ্চ মর্যাদার জন্য দোয়া করি।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ নয়জন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.