সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ২৮৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৫ কোটি ২৩ লাখ টাকা।

 

 

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.