ভোটে জিতলে অভিনয় ছেড়বেন কঙ্গনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের রাজনীতিতে পদার্পন। রাজনীতির মাঠে এসেই বড় ঘোষণা দিলেন তিনি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। গত মঙ্গলবার তিনি নিজের মনোনয়ন জমা দেন। সেই সঙ্গে ভোটে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাণ্ডি আসন থেকে জয়ী হলে জনগনের প্রতিশ্রুতি পূরণে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরবেন কিনা এমন প্রশ্নের জবাবে কঙ্গনা সহমত পোষণ করেন।

তিনি বলেন, ‘একাধিক চলচ্চিত্র নির্মাতা আমায় বলেছেন- আমি একজন ভালো অভিনেত্রী। আমি যেন অভিনয় না ছাড়ি। আমি ভালো অভিনয় করি ঠিকই। সবটাই আমি প্রশংসা হিসেবে নিই।’

বলিউড তারকা জানান, তিনি ভোটের ডিউটি অত্যন্ত সিরিয়াসলি নেন। কঙ্গনা তার হলফনামায় জানিয়েছেন, তার ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন বিক্রমাদিত্য সিং। তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তিশালী। তার মা-বাবা দুজনই হিমাচলের হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত।

‘আউটসাইডার’ থেকে নিজেকে বলিউডের ‘কুইন’ খ্যাতি পেয়েছেন কঙ্গনা। এবার ভোটের মাঠে তার নতুন পরীক্ষা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.