যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা আস্তানা গেড়েছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.