ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে দখলদার সেনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ মন্তব্য করেন।
আবু উবায়দা বলেন, ইসরাইলি সামরিক বাহিনী তার সেনাদেরকে গাজা উপত্যকায় জীবন্ত পাঠাচ্ছে এবং তারা লাশ হয়ে কফিনে করে ফিরে যাচ্ছে। আর এসব সেনাকে গাজায় পাঠানো হচ্ছে পণন্দিদের লাশ খুঁজে বের করতে। যেসব পণবন্দির লাশ কুড়াতে ইসরাইলি সেনাদের পাঠানো হচ্ছে তারা গাজায় জীবিত এসেছিল। নেতানিয়াহুর সেনারাই তাদেরকে নির্বিচারে বোমা মেরে হত্যা করেছে।
হামাসের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, নেতানিয়াহু লাশ কুড়ানোর জন্য তার সেনাদের মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে বন্দি বিনিময় চুক্তি করে সম্মানজনকভাবে তার পণবন্দিদের জীবিত উদ্ধার করে নিয়ে যেত পারতেন। কিন্তু তিনি তার রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ন হবে বলে সোজা রাস্তায় না গিয়ে বাঁকা পথ অবলম্বন করছেন।
আবু উবায়দা শনিবার এমন সময় এ বিবৃতি দিয়েছেন যখন ইসরাইলি সেনা মুখপাত্র দাবি করেছে, তারা শুক্রবার গাজা থেকে চার পণবন্দির লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
এর আগে গত বৃহস্পতিবার হামাস নেতা খলিল আল-হাইয়্যা বলেছিলেন, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ করে ফিলিস্তিনি জনগণের পাশাপাশি হামাসের হাতে আটক শতকরা ৭০ ভাগ ইসরাইলি পণবন্দিকে হত্যা করেছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.