আমেরিকার একটি এমকিউ-নাইন রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মা’রিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা ওই বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এমকিউ-নাইন রিপার ড্রোনটি ভূপাতিত করে।
ইয়েমেনি সামরিক বাহিনীবলেছে, ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিল। শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে। তিন কোটি ডলার মূল্যের এই ধরনের ড্রোন এ নিয়ে চারবার তারা ভূপাতিত করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন দিচ্ছে আমেরিকা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। পার্সটুডে
⚡️BREAKING
The Yemeni armed forces have shot down another U.S. MQ-9 Reaper drone, worth about $30 million. in Marib province, eastern Yemen pic.twitter.com/4OVkhUWGmn
— Warfare Analysis (@warfareanalysis) May 17, 2024
অর্থসূচক/ এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.