ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের সমস্ত নির্ধারিত বিদেশ সফর স্থগিত করেছেন। জেলেনস্কির প্রেস সেক্রেটারি একথা ঘোষণা করেন। খারকিভ অঞ্চলের সীমান্তে যখন রাশিয়ার সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে তখন জেলেনস্কি এই পদক্ষেপ নিলেন।
জেলেনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকিফোরোভ তার ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, ইউক্রেনের নেতা তার সমস্ত আন্তর্জাতিক কর্মসূচি স্থগিত করা নির্দেশ দিয়েছেন। এরমধ্যে আগামী কয়েক দিনের ভেতরে যে সমস্ত সফরসূচি ছিল তাও স্থগিত করা হয়েছে। বিষয়টি ইউক্রেনের সমর্থক দেশগুলো বুঝবে বলে নিকিফোরোভ আশা করেন।
জেলেনস্কির আগামীকাল স্পেন সফরে যাওয়ার কথা ছিল এবং রাজা ফিলিপের সাথে বৈঠকের কর্মসূচি চূড়ান্ত ছিল। এরপর সেখান থেকে তার পর্তুগালে যাওয়ার কথা ছিল যেখানে লিসবনের সাথে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি সইয়ের কথা ছিল।
নিকিফোরোভ সফরসূচি স্থগিত করার কারণ না উল্লেখ করলেও এই ঘোষণা এমন সময় এসেছে যখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খারকিভ অঞ্চলে নিজেদের সেনাদের অগ্রাভিযানের কথা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গতকাল রাশিয়ার সেনারা খারকিভ সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.