রাজধানীতে ব্যাটারিচালিত কোনো রিকশা না চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ কথা জানিয়েছেন মন্ত্রী৷
কাদের বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এ ছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিতে যাতে ব্যাটারিচালিত রিকশা না চলে, সে বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তারও ব্যবস্থা করুন।
উচ্চ হর্ন নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, এখন থেকে ১০ বছর আগেই আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।’
মন্ত্রী বলেন, বিআরটিএতে আপাতত আর কোনো জনবল নিয়োগ হবে না। তবে ওই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।
কাদের বলেন, সারাদেশে মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং করতে হবে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.