সাইফউদ্দিনের বাদ পড়া দুর্ভাগ্যজনক: ইমরুল

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে খেলে ৮ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিশেষ করে শেষ ম্যাচে ৪ ওভারে ৫৫ রান খরচা করেছিলেন তিনি। নিয়েছিলে একটি উইকেট। এই ম্যাচের পারফরম্যান্সই সাইফউদ্দিনকে বিশ্বকাপ দল থেকে ছিটকে দিয়েছে। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। যদিও আইসিসির কাছে গত ৩০ এপ্রিল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়া দলে সাইফউদ্দিনকে রেখেছিলেন বাংলাদেশ দলের নির্বাচকরা।

তবে মঙ্গলবার ঘোষিত চূড়ান্ত দলে জায়গা হয়নি পেস বোলিং এই অলরাউন্ডারের। এমনকি স্ট্যান্ডবাই তালিকাতেও নেই সাইফউদ্দিন। এদিকে সাইফউদ্দিন আচমকা বাদ পড়ায় অবাক হয়েছেন ইমরুল কায়েস। তিনি বলেছেন, ‘একটি ম্যাচে সে ভালো করতে পারেনি। ওই সিরিজে একটা ম্যাচ হয়তো খারাপ করেছে। এরপর দেখলাম যে সে স্কোয়াডে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। একজন প্লেয়ার যদি একটি ম্যাচে খারাপ করে। বাদ পড়ে যায়, বিপিএলে সে সুন্দর পারফরম্যান্স করেছে… আমার মনে হয় ডেথ ওভারে যদি ভালো বোলার থাকে তাহলে সাইফউদ্দিন ওয়ান অফ দ্য বেস্ট।’

ইমরুল বলেন, ‘শুধু এই বিপিএল না সে অনেক বিপিএলেই নিজেকে প্রমাণ করেছে। ঘরোয়া ক্রিকেটেও সে নিজেকে প্রমাণ করেছে। ওইদিক থেকে এটা তার জন্য দুর্ভাগ্য দল থেকে বাদ পড়া। যেহেতু এটা ম্যানেজমেন্টের অংশ তারা হয়তো অনেক ভালো কিছু চিন্তা করেছে। তবে ক্রিকেটার ও দর্শক হিসেবে মনে হয় সাইফউদ্দিন ভালো অপশন ছিল।’

২০১৯ বিশ্বকাপে একই ভাগ্য বরণ করতে হয়েছিল ইমরুলের। ভালো পারফরম্যান্সের পরও কম্বিনেশনের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তিনি। সেই আক্ষেপ এখনও বয়ে বেড়াচ্ছেন এই ওপেনার। সাইফউদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ কিন্তু একদিন দুইদিনের স্বপ্ন না অনেক দিনের স্বপ্ন । আমার মনে হয় সাইফউদ্দিন যখন থেকে ফিট হয়েছে, বিপিএলে ভালো করেছে তখন থেকেই সে স্বপ্ন দেখা শুরু করেছে বিশ্বকাপে যাবে বা বিশ্বকাপে কী কী করবে। আপনি এক ম্যচ বিবেচনা করে যে বাদ দিয়ে দিলেন এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো না। তাহলে দেখবেন অনেকে স্বপ্ন ছাড়াই বিশ্বকাপে খেলছে। তাহলে কিন্তু পারফরম্যান্স ভালো হয় না।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.