এনআরবি ব্যাংক ও এএমজেড হাসপাতালের মধ্যে চুক্তি

এনআরবি ব্যাংক লিমিটেড এবং এএমজেড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির অধীনে, এনআরবি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাগণ এ এম জেড হাসপাতাল থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং এ এম জেড হাসপাতালের উপদেষ্টা কর্নেল মো. আরশাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের ইনচার্জ খাজা ওয়াছিউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান মো. শফিকুল হাসান, এ এম জেড হাসপাতালের ম্যানেজার, মো. ফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.