জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম টি-টোয়েন্টিতে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ভালোই শুরু করেছিলেন তিনি। পরের ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। এরপর চতুর্থ ম্যাচে মুস্তাফিজুর রহমান ফেরায় একাদশে সুযোগ হয়নি তার।
শেষ ম্যাচে তাসকিন আহমেদ চোটে পড়ায় ফেরানো হয়েছিল সাইফউদ্দিনকে। সেই ম্যাচে ৪ ওভারে ৫৫ রান খরচা করে নিয়েছিলেন একটি উইকেট। ১৮তম ওভারে এসে ১৯ রান খরচা করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিভিয়ে দিয়েছিলেন তিনি। ৪ ম্যাচে খেলার সুযোগ পেয়ে উইকেট নিয়েছেন ৮টি। তবে বল হাতে বেশ খরুচে ছিলেন এই পেসার। বিশেষ করে ডেথ ওভারে প্রতিপক্ষ দলকে আটকে রাখতে পারেননি তিনি।
উইকেট পেলেও সাইফউদ্দিন প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে। আমাদের আসলে সাইফউদ্দিন ও সাকিবের সঙ্গেই দ্বিধা চলছিল।’
এর আগে গত ৩০ এপ্রিল বাংলাদেশ একটি খসড়া দল আইসিসির কাছে পাঠিয়েছিল। সেই দলে সাইফউদ্দিন ছিলেন। তবে চূড়ান্ত দলে নির্বাচকরা তানজিম সাকিবকে ফিরিয়েছেন। এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক। লিপু বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে দেয়ার চেষ্টা সেটা সাইফউদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমাদের দেখার প্রয়োজন ছিল সাইফউদ্দিন কেমন করেন। তার পারফরম্যান্সটাও এনালাইসিস করার দরকার ছিল। আমরা আস্থার জায়গা থেকে কিন্তু সাইফউদ্দিনকে নিয়ে ভেবেছিলাম। তাকে পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা সেই জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.