১২ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির পর্ষদ সভা আজ (১৪ মে) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিগুলোর মাঝে ১১টি কোম্পানি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

এবং বিডি সার্ভিস লিমিটেড ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে।

কোম্পানিগুলো হলো, ইস্টার্ন ব্যাংক পিএসলি, বিডি সার্ভিস, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুইরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং যমুনা ব্যাংক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.