৪০০ কোটি লাভ করেন, তাহলে ক্ষুব্ধ কেন, রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে শেবাগ

কয়েকদিন আগেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রকাশ্য ক্ষোভ প্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন ভিডিও নজর এড়ায়নি বীরেন্দর শেবাগের। ভিডিওটি দেখে ক্ষেপে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার।

গত ৮ মে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারে লক্ষ্ণৌ। লক্ষ্ণৌর চার উইকেটে ১৬৫ রান মাত্র ৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে যায় হায়দরাবাদ। সেই ম্যাচের পরই রাহুলের ওপর চড়াও হন গোয়েঙ্কা। ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সেই সময় হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। তার চেহারায় ছিল বিরক্তির ছাপ। এই ঘটনার সমালোচনা করেছেন অনেকেই।

শেবাগ বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তার কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’

ভারতের গণমাধ্যমের দাবি, লক্ষ্ণৌয়ের হয়ে এবারই শেষবার খেলছেন রাহুল। আগামী আসরের আগেই দল থেকে সরে দাঁড়াবেন তিনি। এমনকি এই আসরের বাকি ম্যাচগুলোর আগেই নেতৃত্ব ছাড়বেন রাহুল, এমনটাও বলেছেন কেউ কেউ। যদিও রাহুল এখনও তেমন কিছুই করেননি।

শেবাগ আরও বলেন, ‘আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’

এবারের আইপিএলে লক্ষ্ণৌর এখনো প্লে-অফ খেলার সম্ভাবনা আছে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে রাহুলের দল। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.