বাইডেনের মন্তব্য যুদ্ধবিরতির আলোচনায় ‘আঘাত’: হামাস

ইসরাইলি বন্দীদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে ‘চলমান যুদ্ধবিরতির আলোচনার জন্য চরম আঘাত’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

সিয়াটেলে এক নির্বাচনী প্রচারণা সভায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, বন্দি ইসরাইলিদের যদি হামাস মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতি সম্ভব হবে।

বাইডেনের এই বক্তব্যের পর হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যকে হতাশার সাথে দেখছি যেখানে তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়টি হামাসের হাতে আটক থাকা বন্দীদের মুক্তির ওপর নির্ভর করছে। আমরা প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং আমরা এই বক্তব্যকে যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনার ফলাফলের জন্য বিপর্যয় হিসেবে দেখছি।

হামাস তাদের বিবৃতিতে আরও বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের এই অবস্থান আরো একবার প্রমাণ করলো, ইহুদিবাদীরা যে নাৎসবাদী নীতি অনুসরণ করছে আমেরিকা তার প্রতি সমর্থন দিচ্ছে।

সম্প্রতি মিশর এবং কাতারের মধ্যস্থতায় হামাস একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। সংগঠনটি বলেছে, গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারে হামাস প্রয়োজনীয় উদারতা দেখিয়েছে। কিন্তু সন্ত্রাসী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা দ্রুতই তাদের অবস্থান বদলে রাফাহ, জাবালিয়া এবং গাজা শহরে ফিলিস্তিনি জনগণের ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়েছে, গাজার বিভিন্ন অংশে চলমান গণহত্যার বিস্তার ঘটিয়ে নেতানিয়াহু এটাই প্রমাণ করেছেন যে, তিনি গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখতে চান এবং ইসরাইলি বন্দীদের জীবনে যাই ঘটুক সে ব্যাপারে তার কোনো দায়িত্ব নেই। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.