গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার নির্দেশ জারি করতে পারে আইসিজে

আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার নির্দেশ জারি করতে পারে বলে কয়েকটি ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে। এদিকে আদালত যাতে তেমন কোনো নির্দেশ জারি করতে না পারে তেল আবিব সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও এসব গণমাধ্যম জানিয়েছে।

বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার অনুরোধে আইসিজে ওই নির্দেশ জারি করতে যাচ্ছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো ধারনা করছে।

দখলদার সেনারা যখন গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন জোরদার করেছে তখন দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে আরও কঠোর নির্দেশ জারি করার অনুরোধ জানিয়েছে।

আইসিজেকে দক্ষিণ আফ্রিকা বলেছে, রাফা শহরে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। সেইসঙ্গে ওই শহর দিয়ে মিশর হয়ে গাজা উপত্যকার জন্য ত্রাণের সবচেয়ে বড় চালান প্রবেশ করে। এ অবস্থায় রাফায় ইসরাইলি আগ্রাসন গাজাবাসীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরাইলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.