টসে হারল হোয়াইটওয়াশের স্বপ্ন দেখা বাংলাদেশ

৫ ম্যাচের সিরিজে ৪টিতে জিতে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে স্বাগতিকরা।

ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজা।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ন বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), শন উইলিয়ামস, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), জনাথান ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙউই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.