ইরানে ভারী বর্ষণের সঙ্গে জীবিত মাছ পড়েছে। মাছগুলোকে বিমান থেকে ফেলা হিমায়িত আবর্জনার মতো মনে হচ্ছিলো। মাছ বৃষ্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইকোনমিক টাইমস সহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, গত সোমবার দেশটির ইয়াসুজ অঞ্চলে ভারী বৃষ্টির সময় মাছ বৃষ্টির এই অস্বাভাবিক ঘটনাটি ধরা পড়ে। মাছ বৃষ্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে বৃষ্টির মতো পড়ে থাকা মাছগুলোকে জীবন্ত এবং নড়াচড়া করতে দেখা গেছে। মনে হচ্ছিলো মাছগুলোকে এইমাত্র জল থেকে বের করা হয়েছে। ভিডিওটি রেকর্ড করা ব্যক্তিটি মাছটিকে আকাশ থেকে পড়তে দেখায়। তারা মাছের বৃষ্টির সময় আকাশ থেকে মাটিতে পড়ে থাকা একটি মাছকেও তুলে নিয়েছিল যাতে দেখায় যে তারা বেঁচে আছে।
ভিডিওতে আরও দেখা যায়, বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলো কুড়িয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এ ঘটনায়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে নিচে এসে পড়ে। ইরানেও তাই হয়েছে।
মাছবৃষ্টির ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সারকানা ও ক্যালিফোর্নিয়ার অরভিলেও মাছবৃষ্টি হয়েছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.