পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। এতোদিন বুশরা বিবি তার ইমরান খানের নিজস্ব বাসভবনে অন্তরীণ ছিলেন।
বুধবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। জানুয়ারিতে তোশাখানা মামলায় কারাদণ্ড পাওয়ার পর ইমরান খানকে আদিয়ালা কারাগারে নেওয়া হলেও বুশরা বিভিকে ইসলামাবাদে ইমরানের ব্যক্তিগত বাসভবনে আটক রাখা হয়।
আইনজীবীরা জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে কারাগারে স্থানান্তরের আবেদন করেন বুশরা বিবি।
তার আইনজীবী নাঈম পানযুথা জানিয়েছেন, বাসায় অন্তরীণ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন ইমরানের স্ত্রী। তিনি ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন জমা দেন।
আজ তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। একই কারাগারে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান (৭০)।
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, বুশরা বিবিকে তার বাসায় কতৃপক্ষ বিষাক্ত খাবার পরিবেশন করেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.