বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চূড়ান্ত পর্বে ‘এ’ গ্রুপে খেলবে দলটি। এ ছাড়া বাংলাদেশের গ্রুপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।

আবু ধাবিতে মঙ্গলবার ৬৩ বলে ১০২ রানের ইনিংস খেলে স্কটিশদের যেন একাই উড়িয়ে দেন লঙ্কান দলপতি চামারি আতাপাত্তু। তার এমন ইনিংসে পাঁচ উইকেটে ১৬৯ রান তোলে শ্রীলঙ্কা নারী দল। জবাবে সাত উইকেটে ১০১ রানে থামে স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের সঙ্গী ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বে রানারআপ হওয়া স্কটল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। ৩ অক্টোবর বিশ্বকাপ শুরুর দিনের দ্বিতীয় ম্যাচ সেটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের অবশিষ্ট দুটি টিকিটের জন্য বাছাইয়ে নেমেছিল মোট ১০টি দল। এই দলগুলোর মধ্যে গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত।

প্রথম সেমিফাইনালে আইরিশদের আট উইকেটে হারায় স্কটল্যান্ড। পরের ম্যাচে লঙ্কান নারীরা স্বাগতিক আরব আমিরাতকে হারায় ১৫ রানে। দুই ফাইনালিস্ট দলে প্রত্যাশিত জয় পেয়েছে শ্রীলঙ্কা। ৩ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ঢাকা ছাড়াও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের বেশকিছু ম্যাচ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.