টসে হারল বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ।

এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শরিফুলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন তানভির ইসলাম। শেখ মেহেদীর বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.