ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে যদি ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে দখলদার সেনাদের জন্য তার পরিণত হবে ভয়াবহ। রাফা শহরকে সুরক্ষা দেয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।
ফিলিস্তিনের এ প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, রাফাহ শহরে যেকোনো ধরনের আগ্রাসন দখলদার সেনাবাহিনীর জন্য পার্কে বেড়ানোর মতো হবে না। আল-কাসাম ব্রিগেডের নেতৃত্বাধীন সাহসী যোদ্ধারা আমাদের জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।
রাফাহ শহরে ইসরাইল যে আগ্রাসনের পরিকল্পনা নিয়েছে তা থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, ইহুদিবাদী বাহিনী রাফাহ শহরে অভিযানের যে প্রস্তুতি নিয়েছে তাতে তারা মূলত ছোট্ট এ শহরে অবস্থান নেয়া বেসামরিক ও অসহায় নারী-শিশুকে হত্যার কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল ইসরাইলি বাহিনী রাফাহ শহরের পূর্বাঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। পুরো গাজা উপত্যকার মোট জনগোষ্ঠী ২৩ লাখের কাছাকাছি; সেখানে শুধুমাত্র এই রাফাহ শহরেই প্রায় ১৭ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। ঘনবসতিপূর্ণ এই শহরে আগ্রাসন না চালাতে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরাইলকে বারবার সতর্ক করা হচ্ছে। পার্সটুডে
The Rafah-Egyptian border, a Palestinian region, was occupied by the Israeli army in the morning. pic.twitter.com/rAAa8DY6dH
— Gaza Notifications (@gazanotice) May 7, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.