চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ডেলিভারি পাবার পর থেকেই এমিরেটস সর্বাধুনিক এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রথম এ৩৫০ ফ্লাইট ১৫ই সেপ্টেম্বর থেকে বাহরাইনে চলাচল করবে। পরবর্তী মাসগুলোতে ক্রমান্বয়ে মোট ৯টি গন্তব্যে এ৩৫০ ফ্লাইট চালুর সিদ্ধান্ত জানিয়েছে এয়ারলাইনটি। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ২০২৫ নাগাদ, এমিরেটস বহরে এজাতীয় মোট ১০টি উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে।
যেসকল গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, মাসকাট, মুম্বাই, আহমেদাবাদ, কলম্বো, লিওন, বালোনা এবং এডিনবার্গ। এই উড়োজাহাজগুলো মূলত স্বল্প ও মাঝারি পাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে।
নতুন এ৩৫০ উড়োজাহাজ গুলোতে অত্যাধুনিক তিনটি কেবিন শ্রেণী থাকবে। বিজনেস শ্রেণীতে থাকবে পরবর্তী প্রজন্মের ৩২টি আসন; প্রিমিয়াম ইকোনমিতে ২১টি আসন; এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি আরামদায়ক আসন।
এ৩৫০ উড়োজাহাজে কেবিনগুলো সুপ্রশস্ত ও নীরব। কেবিনগুলোর সিলিং সুউচ্চ এবং বীনস্পেসগুলো সুপ্রশস্ত। যাত্রীদের অবসাদ ও জেটল্যাগ প্রশমনে বিশেষ মুড লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এমিরেটসের এই উড়োজাহাজগুলো অন্যান্য বৈশিষ্ট্য আগামী মাসগুলোতে ঘোষণা করা হবে।
এমিরেটস অদ্যবধি মোট ৬৫টি এ৩৫০-৯০০ অর্ডার করেছে এবং সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে এগুলোর ডেলিভারি পাওয়া যাবে।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.