কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বাহিনী সীমিত মাত্রায় এই ধরনের অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কেমন সক্ষমতা রাখে- তা যাচাই করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই মহড়া চালানো হবে। রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের মিসাইল ফোর্স সরাসরি এই মহড়ায় যুক্ত থাকবে। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বিমান এবং নৌ বাহিনীরও যুক্ত থাকার প্রয়োজন হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন মহড়ার লক্ষ্য হলো নন-স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং মোতায়েনের ব্যবহারিক দিকগুলো নিশ্চিত করা। রুশ সামরিক বাহিনী এই মহড়ার কারণ হিসেবে কিছু পশ্চিমা কর্মকর্তার রাশিয়া-বিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং হুমকিকে উল্লেখ করেছে।
এতে আরও বলা হয়েছে- মহড়ার মধ্যদিয়ে সৈন্যরা নিশ্চিত করবে যে, তারা জাতীয় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.