গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিনিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। বিষয়টি তারা মিসর ও কাতারি মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে।
খবর আল-জাজিরার।
সোমবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতির বিষয়টি জানালেও এ বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া জানা যায়নি।
আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক বিবৃতিতে প্রতিরোধ হামাস জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান।
যদিও দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং গাজায় জিম্মিদের মুক্তির ব্যপারে ঠিক কী সিদ্ধান্ত নেয়া হবে তা বিস্তারিত বলা হয়নি।
হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হোক বা না হোক তেলআবিব ফিলিস্তিনের সীমান্তবর্তী শহর রাফহতে স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসবে না।
হামাস গাজায় যুদ্ধ বিরতিতে রাজি হলেও তাতে রাফায় ইসরায়েলের ঘোষিত অভিযান বন্ধ বা স্থগিত হবে কি না তা নিয়ে অনিশ্চিয়তা দূর হয়নি। কারণ এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, হামাস যুদ্ধ বিরতিতে রাজি হোক বা না হোক, রাফায় অভিযান চালানো হবেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.