আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংগঠন ইনার হুইল’র শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য ১৯তম কনভেনশনে অংশ নিতে ইনার হুইল জেলা-৩৪৫ বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ম্যানচেস্টারের উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছে।
কনভেনশনটি ৭-১০ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইনার হুইল জেলা-৩৪৫ এর চেয়ারম্যান শারমিন রহমান।
চলতি বছর বিশ্বব্যাপী ইনার হুইল’র শতবার্ষিকী উদযাপিত হচ্ছে। একশ বছর পূর্বে ম্যানচেস্টারেই এই স্বেচ্ছাসেবী নারী সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে।
ইনার হুইল বিশ্বের অন্যতম বৃহৎ নারী স্বেচ্ছাসেবী সংগঠন। ১০০টর অধিক দেশে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত এবং বিশ্বে এর সদস্য সংখ্যা প্রায় লক্ষাধীক। ইনার হুইলের অন্যতম লক্ষ্য হলো বন্ধুত্ব, সেবা ও পারষ্পরিক বোঝাপড়া।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.