গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কিছুটা বেড়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যা বন্ধের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ সৃষ্টি করা হলে দখলদার এই শক্তি যুদ্ধবিরতি করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আগের চেয়ে কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক চাপ সেই সম্ভাবনা তৈরি করেছে।

গাম্বিয়ার রাজধানী বানজুলে তিনি এসব কথা বলেন। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে অবস্থান করছেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে থেকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি এবং নানা রকমের কূটনৈতিক উদ্যোগ ও শলাপরামর্শের জন্য।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী করেন, ফিলিস্তিনি জনগণের অধিকারের বিষয়টি সমন্নুত থাকবে এবং গাজায় ইসরাইলি সেনাদের বর্বর গণহত্যা বন্ধ হবে। এর পাশাপাশি তিনি গাজায় মানবিক ত্রাণ সঠিকভাবে পৌঁছে দেয়ার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ইসরাইলি আগ্রাসনে যেসব ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন তারা আবার নিজেদের বসতভিটায় ফিরতে পারবেন বলেও আশা করেন তিনি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.