দেশে যোগ্যরা কেউ বেকার নেই: সালমান এফ রহমান

বাংলাদেশে বেকার নেই দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ক্যারিয়ার প্লানিং ছাড়া যারা গ্র্যাজুয়েট হয়, তারাই শুধু বেকার থাকে। তাই গ্র্যাজুয়েট হওয়ার আগে বাজার বুঝতে হবে।

ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) আয়োজনে রবিবার (০৫ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় এই পরামর্শ দিয়েছেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে তিনি বলেন, যারা ট্যাক্স দেয় এনবিআর তাদের উপর আরও ট্যাক্সের বোঝা চাপায়। কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে না তাদের ট্যাক্স নেটের আওতায় আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। এখান থেকে বের হতে না পারলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতেই পারবে না। বরং রাজস্ব কমবে।

ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি বিষয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, জারা মাহবুব এবং ভিসিপিয়াব’র সভপতি শামীম আহসান।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.